১৩ জুন, ২০১৬

র্গভ অবস্থায় মা ও সন্তানের যত্ন

গর্ভে সন্তান এসেছেবিষটি জানার সাথে সাথে প্রথমেই আপনি একজন গাইনি ডাক্তার বা ধাত্রি সেবিকার(Midwife Nurse)সাথে বিষয়টি নিয়ে কথা বলুনযেনে নিন কি খাবেন আর কি খাবেন নাপ্রথম ছয় মাস, ৭ম ও ৮ম মাস এবং ৯ম মাসে ডাক্তারের কাছে গিয়ে নিয়মিত বডি চেকআপ করুণ 
গর্ভাবস্থায় যা খাবেন না:  
*কাঁচা দুধ গর্ভাবস্থায় অত্যন্ত ঝুকিপূর্ণ।তাই কোন অবস্থায় কাঁচা দুধ খাবেন না
* এলকোহলসম্পূর্ণরুপেবর্জণকরুন।অধিকাংসঠান্ডা পানীয়তে এলকোহল বিদ্যমান যা আপনার গর্ভের সন্তানকে নষ্ট     করতে পারে
* কোন প্রকারের মগজ খাবেন না 
* সব ধরনের বিষাক্ত কেমিক্যাল বা রাশায়নিক মিশ্রিত ফলখাবার সামগ্রী খাবেন না, যা আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে পারেবর্তমানে বাজারে প্রাপ্ত অধিকাংস ফলই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো 
* রান্না না করা খাবার খাবেন না 
* মাদক দ্রব্য যেমন- ইয়াবা, হিরোইন, কোকেন, মারিজুয়ানা, প্যাথেড্রিন ইত্যাদি সেবন করবেন না 
*আধা শেদ্ধ পল্টি মাংসে স্যালমোনেলা ব্যাকটেরিয়া থাকে যা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির জন্য দায়ি।তাই মাংস অবশ্যই ভাল করে সিদ্ধ করে খেতে হবে 
গর্ভাবস্থায় যা খাবেন :   
  * ওমেগা-৩ ফ্যাটি এসিড গর্ভের শিশুর স্নায়ুতন্ত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মাছে রয়েছে প্রচুর পরিমানে ওমেগা-৩ উপাদান যা শিশুর স্নায়ুবিক বিকাশে অত্যন্ত প্রয়োজনএছাড়াও মাছ প্রটিন, ভিটামিনখনিজ লবনের অন্যতম প্রধান উৎস  
* প্রচুর পরিমানে আমিষ জাতীয় খাবার যেমন- মাছ, মাংস,ডিম,দুধ,ডাল,বাদাম খেতে হবে  
* পর্যাপ্ত খাবার খেতে না পারলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ফলিক এসিডভিটামিন ডি সাপ্লিমেন্ট সেবন করতে পারেন যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি তরান্বিত করে


 দ্রুত চিকিৎসকের সরণাপন্ন হউন যদি :- 
* গর্ভ মূখ দিয়ে রক্ত বা রক্তজাত তরল পদার্থ বের হয়। 

* যদি আপনার মুখমন্ডল বা আঙ্গুল ফুলে উঠে  

* তিব্র মাথা ব্যথা প্রায় সময়ই দেখা দেয়  

* ঝিমুনি আসে  

* ঝাপসা দৃষ্টি বা নীলাভ দৃষ্টি * তলপেটে ব্যথা বা খিচুনি।  

* গর্ভের শিশুর নড়াচড়ায় পরিবর্তণ  

* প্রস্রাবের সময় জালা পোড়া বা কম প্রস্রাব হয়  

* যে কোন ধরনের অসুস্থতা বা  ইনফেকশন হলে  

* স্বামী-স্ত্রী যে কেউ ধুমপান করে থাকলে গর্ভপাত, সন্তান পূর্ণ মেয়াদের পূর্বে প্রসব   

হওয়া, ওজনে কম হওয়া, বিকলঙ্গ বা প্রতিবন্ধি হওয়ার ঝুকি রয়েছে

ায়াবেটিস রোগের আরোগ্যকারী ভেষজ সম্পর্কে জানতে ভিজিট করুণ:https://youtu.be/hftahnPErO0

যৌন অক্ষমতা নিরাময়ের জন্য 
ভিজিট করুণ:https://youtu.be/vMkN-_9wNOw 

স্তন ক্যানসারের প্রতিষেধক সম্পর্কে জানতে
ভিজিট করুণ: https://youtu.be/vl7jQjbNPIQ

কিডনিোগ আরোগ্যের জন্য 
ভিজিট করুণ: https://youtu.be/peOPVhd1bww

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন